Practical Accounting Training Center.

আমাদের দেশে পূঁথিগত শিক্ষায় শিক্ষিত হয়ে হাজার হাজার যুবক/যুবতী চাকুরি নামে সোনার হরিণের পিছনে ঘুরছে অথচ, যথাযথ প্রশিক্ষণ বা অভিজ্ঞতা নেই বলে অধিকাংশই চাকুরির জন্য দরখাস্ত করে ও হতাশ হয়ে ফিরে আসে ।

সরকারী/বেসরকারী এমনকি ছোট খাটো প্রাইভেট প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তিতে অভিজ্ঞতার বৎসর সংখ্যায় উল্লেখ করে দেয়ায় উল্লিখিত অভিজ্ঞতা অর্জনের নিমিত্তে আমাদের মত বাস্তব হিসাব প্রশিক্ষণ কেন্দ্রের ( practical Accounting Training Center ) প্রয়োজন খুবই অনিস্বীকার্য, যাহা ইতিমধ্যে প্রমানিত হয়েছে ।

পূঁথিগত শিক্ষার সাথে বাস্তব হিসাব রক্ষণ পদ্ধতি উপস্থাপন অনেকটা ভিন্নতর প্রকৃতির বলে পূঁথিগত ডিগ্রী অর্জনের পর সবাইকে practical প্রশিক্ষণ নেওয়া একান্ত প্রয়োজন । এতে করে একদিকে যেমন চাকুরি প্রাপ্তিতে অগ্রাধিকার পাবে, অন্যদিকে স্ব স্ব ক্ষেত্রে স্বাবলম্বী হয়ে এককভাবে কাজ করতে পারবে । অন্যের বা Senior এর মুখাপেক্ষীর পয়োজন হবে না বিধায়, কর্মক্ষেত্রে বেশী সফরতা অর্জন করতে পারবে ।

PATC- তে প্রশিক্ষণ নিয়ে দেশে বা বিদেশের যে কোন সরকারী বিশেষ করে প্রাইভেট/পাবলিক লিঃ কোম্পানীতে হিসাব-নিকাশের পূর্ণ দায়িত্বভাবে গ্রহণ করার যোগ্যতা অর্জন করতে পারবেন বলে আমরা বিশ্বাস করি। আমাদের আন্তরিক প্রচেষ্টা, অক্লান্ত পরিশ্রম ও সাধনা অবশ্যই আপনাদেরকে কাঙ্খিত মানে এবং স্থানে পৌঁছাতে সক্ষম হবো। ( ইনশ্আল্লাহ )

Clock
Calendar