Course Overview :

শিক্ষাগত যোগ্যতা ও যুগোপযুগী প্রত্যাশিত চাকুরির বিষয়টি বিবেচনা করে আমরা কোর্স কে প্রথম ৪টি বিভাগে ভাগ করেছি ।

1. Basic Lavel
2. Junior Level
3. Executive Level
4. Mid Level
Company এর সকল লেন-দেন Practical Voucher এর মাধ্যমে Ledger Entry করে T/B, Manufacturing and trading Accounting, Income Statement & Balance Sheet পর্যন্ত হাতে কলমে প্রশিক্ষণ দেয়া হয় ।

চাকুরিতে কর্মরতদেও জন্য ভবিষ্যতে স্ব স্ব ক্ষেত্রে Promotion এর উপযোগী করে তোলার জন্য বিশেষভাবে Mid Level Course- এর মাধ্যমে প্রশিক্ষণ দেয়া হয় । যেমন- Budget preparation, Ratio Analysis, Pre-Audit Preparation, Project profile, VAT, Income Tax & Report Writing etc.

Course Method :

20% Theoretical, 80% Practical পদ্ধতিতে প্রশিক্ষণ দেয়া হয়। তাছাড়া Group Discussion-এর মাধ্যমে নিজেদেরকে আরো বেশি বাস্তব উপযোগী করে তোলা হয়।

More Course Detail
Clock
Calendar